করোনা দুর্যোগে ইফতার বিতরণ প্রতিদিন কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া অসহায় রোজাদার, শ্রমিক, ছিন্নমূল, ভাসমান মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করেছে দি নিউজ ডটকম।
আজ ২৩ রমজান রবিবার (১৭ মে) বিকেলে রাজধানীর সায়েদাবাদ রেলগেট এ প্রতিদিনের মত এ ইফতার বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দি নিউজের বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী ও সম্পাদক-প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী।
দি নিউজের বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী জানান, করোনা ভাইরাসের প্রভাবে দেশ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। যে সকল দরিদ্র মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন,চলমান সাধারণ ছুটির কারণে তাদের জীবন থমকে গেছে। সেই অসহায় ভাসমান মানুষের জন্য কিছু খাবার তুলে দিতে পেরে ধন্য মনে হচ্ছে।
এবিষয়ে দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, রাজধানীতে নানা শ্রেণির দিনমজুর, শ্রমিক, ছিন্নমূল, ভবঘুরের জীবন জীবিকা নানা প্রক্রিয়ায় নির্বাহ হয়। করোনা পরিস্থিতিতে একেবারে থমকে গেছে তাদের জীবন। করোনাজনিত ছুটির শুরু থেকেই কর্মহীন এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছুটা হলে সহযোগিতার চেষ্টা করছে দি নিউজ ডটকম।
তিনি আরও বলেন, এ অবস্থায় জাপানস্থ হিন্দু ফাউন্ডেশন দি নিউজের পাশে থাকার জন্য রাজধানীতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী বেগবান হয়েছে।