দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন অসহায় রোজাদার মুসল্লী, দিন মজুর ও পথ শিশু, দুঃস্থ, রিকশা চালকদের মাঝে উপহার স্বরূপ মাসব্যাপী ইফতার বিতরণ করেছেন দি নিউজ।
আজ ১৯ রমজান(১৩মে) বুধবার রাজধানীর হাটখোলা রোডের নারী শিক্ষামন্দিরের সামনে জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশনের সহায়তায় এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী এবং বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী।
করোনার কারণে কর্মহীন দুঃস্থ মানুষ খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এই দু:সময়ে নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও ইফতার দিয়ে অসহায়দের মুখে হাসি ফোঁটানো দি নিউজের অন্যতম উদ্দেশ্য বলে জানান দি নিউজের বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী।