সংস্কৃতি ও সভ্যতা
সাধারণতঃ ‘সমাজ’ বলতে নারী ও পুরুষের সমাহারকে বোঝায়। কিন্তু শব্দটির মূলগত তাৎপর্য তা নয়। প্রকৃত অর্থে ‘সমাজ’ বলতে বোঝায়, যেখানে সকলে একই কর্মবন্ধনে, সম্মিলিত ভাবে এগিয়ে চলেছে- ‘সমানম্ এজতে’। আমরা কখনো কখনো বাসে, ট্রামে, ট্রেনে বহু লোককেই তো একত্রে দেখে থাকি। কিন্তু তা’ সমাজ পদবাচ্য নয়। একটা সর্বজন গ্রাহ্য আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন অনেক […]