ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা এই প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবস উপলক্ষ্যে প্রবীণ ব্যক্তিদের মাঝে
বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দলোক। আন্তর্জাতিক প্রবীণ দিবসে আনন্দলোকের বস্ত্র বিতরণ।
আজ ১ অক্টোবর দক্ষিণবঙ্গ প্রধান কার্যালয় বরিশাল আগৈলঝাড়া পশ্চিম গোয়াইল গ্রামের সবচেয়ে বয়স্ক বৃদ্ধদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আনন্দলোকের চেয়ারম্যান
প্রমিথিয়াস চৌধুরী, নির্বাহী পরিচালক তৃণা রায় চৌধুরী, পরিচালক ডাঃ নয়ন গাইন ও বিথীকা রাণী।
চেয়ারম্যান বলেন, বাংলাদেশসহ সমগ্র বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে পৃথিবীর সব দেশেই প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। প্রবীণ ব্যক্তিরা সমাজের শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি। তাঁদের শ্রম ও মেধায় সভ্যতার
অগ্রগতি সাধিত হয়েছে। প্রবীণদের জীবনসায়াহ্নে তাঁদের যথাযথভাবে দেখাশুনা করা এবং তাঁদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া রাষ্ট্র,পরিবার তথা সমাজের দায়িত্ব।
নির্বাহী পরিচালক তৃণা রায় চৌধুরী বলেন, বৃদ্ধ বয়সে মানুষ চায় একটু খাবার, আর নিরাপদ আশ্রয়। তাদের বিশেষ কিছু চাহিদা থাকে না। তাদের এটুকু
দিয়ে দেখুন, মন ভরে আশীর্বাদ করবে, খুশিতে তাদের চোখে যে অশ্রু দেখবেন তা কোন সম্পদে মিলবে না। আন্তর্জাতিক প্রবীণ দিবসে সকলকে অনুরোধ নিজের বাড়ির বৃদ্ধ-বৃদ্ধাকে বোঝা মনে না করে ভালোবেসে দেখুন কত শান্তি পাবেন। তাইতো আমরা বৃদ্ধাদের এত ভালবাসি এতো সেবা করি।
পরিচালক ডাঃ নয়ন গাইন ও বিথীকা রাণী বলেন, আনন্দলোকের এক জন হয়ে এভাবে সেবা কাজে অংশগ্রহণ করতে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমরা আনন্দলোকের আগে জানি প্রমিথিয়াস দাদাকে। দাদা আমাদের যখন, যেখানে
যেভাবে ডাকেন আমরা আগে পিছে না ভেবে নির্দ্বিধায় চলে যাই। কারণ আমরা জানি দাদা ডেকেছে মানে সেখানে কোন মহৎ কাজ হতে চলেছে তাই কিছু করতে পারি বা না পারি তার পাশে থাকতে পারলেই আমরা খুশি। ভগবানের কাছে প্রার্থনা করি সারাজীবন দাদার পাশে থেকে আনন্দলোকের একজন হয়ে যেন এভাবে জীব সেবায় নিজেদের বিলিয়ে দিতে পারি।